মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১০৮
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. প্রথম অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১০৮। হযরত আবু কাতাদাহ্ (রাঃ) হইতে বর্ণিত, একদা তিনি একটি বন্য গাধা দেখিতে পাইলেন এবং অমনিই উহাকে হত্যা করিয়া ফেলিলেন। (উহা খাওয়া হালাল কিনা নবী [ছাঃ]-কে জিজ্ঞাসা করা হইলে) নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন : তোমাদের কাছে উহার গোশতের কিছু অবশিষ্ট আছে কি? আবু কাতাদাহ্ বলিলেন, আমাদের কাছে উহার একখানা পা আছে। অতঃপর তিনি উহা লইলেন এবং খাইলেন। -মোত্তাঃ
كتاب الصيد والذبائح
وَعَن أبي قتادةَ أَنَّهُ رَأَى حِمَارًا وَحْشِيًّا فَعَقَرَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ مَعَكُمْ مِنْ لَحْمِهِ شَيْءٌ؟» قَالَ: مَعَنَا رِجْلُهُ فَأَخَذَهَا فَأَكَلَهَا
হাদীসের ব্যাখ্যা:
টীকাঃ বন্য গাধাকে হিন্দীতে নীলগাই বলা হয়। দেখিতে অনেকটা ৩।৪ বৎসর বয়সী বকনার মত। ফুটফুটে লাল বর্ণের, মুখের আকৃতি গাধার ন্যায়। সম্ভবত এ কারণেই উহাকে গাধা বলা হয়। তবে হরিণের মত তড়িৎ বেগে লাফাইয়া দৌড়ায়।