মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১১০
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. প্রথম অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১১০। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন গোসাপ আমি খাইও না এবং উহাকে হারামও বলি না। মোত্তাঃ
كتاب الصيد والذبائح
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الضَّبُّ لَسْتُ آكُلُهُ وَلَا أُحَرِّمُهُ»
হাদীসের ব্যাখ্যা:
আযযাববু—হিন্দীতে বলা হয় গোহ্ এবং ফার্সীতে সুসমার। হানাফীদের মতে উহা খাওয়া হারাম। আল্লামা সয়ুতী (রহঃ) বলিয়াছেন, এই প্রাণীটির বৈশিষ্ট্য হইল, উহার লিঙ্গ দুইটি, প্রায় সাতশত বৎসর জীবিত থাকে, জীবনে পানি পান করে না; বরং বায়ু দ্বারাই পানির প্রয়োজন মিটায়। প্রতি চল্লিশ দিন পর এক ফোঁটা প্রস্রাব করে এবং জীবনে উহার দাঁত পড়ে না। অনেকের ধারণা এই প্রাণীটির নাম সাণ্ডা