মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১১৩
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. প্রথম অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১১৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আবু আওফা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাতটি যুদ্ধে শরীক ছিলাম। তাঁহার সাথে আমরা টিড্ডি খাইয়াছি। —মোত্তাঃ
كتاب الصيد والذبائح
وَعَن ابنِ أبي أوْفى قَالَ: غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعَ غَزَوَاتٍ كُنَّا نَأْكُلُ مَعَهُ الجرادَ

হাদীসের ব্যাখ্যা:

টিড্ডি মানে পঙ্গপাল। সমুদ্রে বা পাহাড়ে জঙ্গলে ইহাদের বাস। ইহাদের আকৃতি প্রায় ফড়িংয়ের মত, তবে ফড়িং নহে। ইহারা ঝাঁকে ঝাঁকে দলবদ্ধভাবে চলে। সমস্ত ইমামদের মতে উহা মৃত ও জীবিত এবং যেভাবেই মরুক না কেন বা যে কেহই উহাকে শিকার করুক না কেন, খাওয়া জায়েয। ইহার হুকুম মাছের অনুরূপ। হাদীসে বর্ণিত আছে, “দুই ধরনের মৃত, যথা—মাছ ও টিড্ডি খাওয়া হালাল।”
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪১১৩ | মুসলিম বাংলা