মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১১৫
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. প্রথম অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১১৫। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যখন তোমাদের কাহারও ( খাওয়ার) পাত্রে মাছি পড়ে, তখন গোটা মাছিটিকে উহাতে ডুবাইয়া দিবে। অতঃপর উহাকে তুলিয়া ফেলিয়া দিবে। কেননা, উহার ডানাদ্বয়ের এক ডানায় নিরাময় এবং অপর ডানায় রোগ (-এর জীবাণু) থাকে। বুখারী
كتاب الصيد والذبائح
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِناءِ أحدِكم فَلْيَغْمِسْهُ كُلَّهُ ثُمَّ لِيَطْرَحْهُ فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ شِفَاءً وَفِي الْآخَرِ دَاءً» . رَوَاهُ الْبُخَارِيُّ

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর নবী মাছির স্বভাব সম্পর্কে যাহা বলিয়াছেন, এ ব্যাপারে কোন ঈমানদারের সামান্যটুকু সন্দেহ বা সংকোচ থাকিতে পারে না। এই হাদীসের ভিত্তিতে ওলামা ও ফকীহগণ বলিয়াছেন, যে প্রাণীর মধ্যে প্রবাহিত রক্ত নাই, যেমন—মাছি, মৌমাছি ইত্যাদি। যদি উহা পানি বা পানীয় দ্রব্যের মধ্যে পড়িয়া মরিয়া যায়, তাহাতে উহা নাপাক হইবে না। (বযলুল মাজহূদ)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪১১৫ | মুসলিম বাংলা