মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১১৬
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. প্রথম অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১১৬। হযরত মায়মুনা (রাঃ) হইতে বর্ণিত যে, একদা একটি ইঁদুর ঘিয়ের মধ্যে পড়িয়া মরিয়া গেল এবং এই সম্পর্কে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল। তিনি বলিলেন : ইঁদুর ও উহার আশেপাশের ঘি ফেলিয়া দাও এবং অবশিষ্ট ঘি খাও ।—বুখারী
كتاب الصيد والذبائح
وَعَن ميمونةَ أَنَّ فَأْرَةً وَقَعَتْ فِي سَمْنٍ فَمَاتَتْ فَسُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ: «ألقوها وَمَا حولهَا وكلوه» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
ইহা ঐ বস্তুর হুকুম, যাহা জমাট হয়। যদি উহা তরল হয়, তখন উহা নাপাক হইয়া যায়।