মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১১৯
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. প্রথম অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১১৯। হযরত উম্মে শারীক (রাঃ) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরগিটি মারিয়া ফেলার জন্য নির্দেশ দিয়াছেন। তিনি আরও বলিয়াছেন ইহা হযরত ইবরাহীম (আঃ)-এর বিরুদ্ধে আগুনে ফুঁক দিয়াছিল। —মোত্তাঃ
كتاب الصيد والذبائح
وَعَن أم شريك: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِ الْوَزَغِ وَقَالَ: «كَانَ يَنْفُخُ عَلَى إِبْرَاهِيم»
হাদীসের ব্যাখ্যা:
ইহাকে রক্তচোষাও বলে, ইহা এক প্রকারের বিষাক্ত প্রাণী। মানুষ দেখিলে উহার মাথার অংশ একেবারে রক্তিম বর্ণ হইয়া উঠে। সম্ভবত উক্ত কারণেই এই নামকরণ করা হইয়াছে। কোন কোন অঞ্চলে উহাকে কাঁকলাসও বলা হয়। নমরূদ হযরত ইব্রাহীম (আঃ)-কে যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিয়াছিল, এই প্রাণীটি সেই আগুনের দিকে ফুঁক দিয়া উহাকে আরো উত্তেজনামুখর করার চেষ্টা করিয়াছিল।