মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১২২
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. প্রথম অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২২। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন একদা কোন একজন নবীকে একটি পিপীলিকা দংশন করিয়া ছিল। ফলে তাহার নির্দেশে পিপীলিকার গোটা বস্তিটাই আগুনে জ্বালাইয়া দেওয়া হইল। তখন আল্লাহ্ তা'আলা তাহাকে ওহীর মাধ্যমে (প্রশ্নের সুরে) বলিলেন, মাত্র একটি পিপীলিকাই তোমাকে দংশন করিয়াছিল, আর তুমি উহাদের এমন একটি সম্প্রদায়কে জ্বালাইয়া দিলে (কোন্ যুক্তিতে), যাহারা সর্বক্ষণ আল্লাহর পবিত্রতা ঘোষণা করিতেছিল। - -মোত্তাঃ
كتاب الصيد والذبائح
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَرَصَتْ نَمْلَةٌ نَبِيًّا من الأنبياءِ فأمرَ بقربةِ النَّمْلِ فَأُحْرِقَتْ فَأَوْحَى اللَّهُ تَعَالَى إِلَيْهِ: أَنْ قَرَصَتْكَ نَمْلَةٌ أَحْرَقْتَ أُمَّةً مِنَ الْأُمَمِ تُسَبِّحُ؟
হাদীসের ব্যাখ্যা:
একদা আল্লাহর কোন একজন নবী, সম্ভবত হযরত মূসা (আঃ) অথবা দাউদ (আঃ) জানিতে চাহিলেন, কিছু সংখ্যক লোকের অপরাধের দরুন গোটা একটি জনপদকে আযাব ও গযবে পতিত করা হয় কেন, বর্ণিত ঘটনাটি সেই প্রশ্নেরই জবাব।