মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১২৬
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) জাল্লালার গোশত খাইতে এবং উহার দুধ পান করিতে নিষেধ করিয়াছেন। —তিরমিযী, আর আবু দাউদের রেওয়ায়তের মধ্যে আছে, তিনি (নবী [ﷺ]) জাল্লালায় সওয়ার হইতেও নিষেধ করিয়াছেন।
كتاب الصيد والذبائح
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِ الْجَلَّالَةِ وَأَلْبَانِهَا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ: قَالَ: نُهِيَ عَنْ ركوبِ الْجَلالَة
হাদীসের ব্যাখ্যা:
ময়লা ও নাপাক জিনিস খায় এমন জানোয়ারকে জাল্লালা বলা হয়। গোশতের মধ্যে ময়লার গন্ধ পাওয়া গেলে তখন উহা খাওয়া নিষেধ। অন্যথায় কোন দোষ নাই। ফতোয়ায়ে কোবরা গ্রন্থে উল্লেখ আছে, এমন জানোয়ারকে তিন দিন হইতে দশ দিন পর্যন্ত বাঁধিয়া রাখিয়া অন্য খাদ্য সরবরাহ করার পর যবাহ্ করিয়া খাওয়াই উত্তম। —(শরহে সুন্নাহ্)