মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১৩৩
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৩। আবু যুবায়র হযরত জাবের (রাঃ) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে মাছটিকে সমুদ্র (অর্থাৎ, জোয়ারের পানি) তীরের দিকে নিক্ষেপ করে এবং উহা হইতে (ভাটা অবস্থায়) পানি সরিয়া যায়, উহা তোমরা খাইবে। আর যে মাছ পানিতে মরিয়া ভাসিয়া উঠে উহা খাইও না। –আবু দাউদ ও ইবনে মাজাহ্, ইমাম মুহিউসসুন্নাহ্ বলেন, অধিকাংশের মতে এই হাদীসটি জাবের (রাঃ) হইতে মউকুফ হিসাবে বর্ণিত।
كتاب الصيد والذبائح
وَعَن أبي الزُّبيرِ عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «مَا ألقاهُ البحرُ وجزر عَنْهُ الْمَاءُ فَكُلُوهُ وَمَا مَاتَ فِيهِ وَطَفَا فَلَا تَأْكُلُوهُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ

وَقَالَ مُحْيِي السُّنَّةِ: الْأَكْثَرُونَ عَلَى أَنَّهُ مَوْقُوفٌ على جَابر

হাদীসের ব্যাখ্যা:

যেই মাছ পানির মধ্যে আপনা আপনি মরিয়া ভাসিয়া উঠে, মৃত্যুর কারণ জানা যায়ঃ না, উহাকে তাফী বলা হয়। উহা খাওয়া মাকরূহ। হযরত আলী (রাঃ) তাফী বাজারে বিক্রি করিতেও নিষেধ করিয়াছেন। ইবনে আব্বাস (রাঃ) বলেন, যে মাছ মরিয়া পানির উপরে ভাসিতে থাকে, উহা খাওয়া জায়েয। (বযলুল মাজহূদ)
tahqiqতাহকীক:তাহকীক চলমান