মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১৩৪
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৪। হযরত সালমান ফারেসী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার নবী (ﷺ)-কে টিড্ডি (খাওয়া) সম্পর্কে জিজ্ঞাসা করা হইল। তিনি বলিলেনঃ আল্লাহর এমন বহু জাতি সৃষ্ট জীব আছে, যাহা আমি খাইও না এবং হারামও বলি না। – আবু দাউদ। মুহিউসসুন্নাহ্ বলিয়াছেন, এই হাদীসটি দুর্বল।
كتاب الصيد والذبائح
وَعَن سلمَان قَالَ: سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْجَرَادِ فَقَالَ: «أَكْثَرُ جُنُودِ اللَّهِ لَا آكُلُهُ وَلَا أُحَرِّمُهُ» . رَوَاهُ أَبُو دَاوُدُ وَقَالَ محيي السّنة: ضَعِيف
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসটি টিড্ডি খাওয়া জায়েয সম্পর্কীয় ওহী নাযিল হওয়ার পূর্বেকার।