মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১৩৯
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন হইতে আমরা উহাদের (সাপের) সঙ্গে লড়াই করা আরম্ভ করিয়াছি, সে হইতে আমরা আর কখনও তাহাদের সাথে আপোষ করি নাই। আর যে ব্যক্তি (প্রতিশোধের) ভয়ে উহাদিগকে ছাড়িয়া দেয়, সে আমাদের দলভুক্ত নহে। –আবু দাউদ
كتاب الصيد والذبائح
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا سَالَمْنَاهُمْ مُنْذُ حَارَبْنَاهُمْ وَمَنْ تَرَكَ شَيْئًا مِنْهُمْ خِيفَةً فَلَيْسَ منَّا» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

সাপের সাথে মানুষের শত্রুতা স্বভাবজাত। যে যাহাকে কাবুতে পায় ধ্বংস করিয়া ছাড়ে। কাজেই পরস্পরের মধ্যকার শত্রুতা যখন হইতে শুরু হইয়াছে, আবহমানকাল পর্যন্ত চলিতেই থাকিবে। ফলে এই প্রবৃত্তি কখনও পরিবর্তিত হইবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান