মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১৪৫
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৪৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) চারি প্রকারের জীবকে বধ করিতে নিষেধ করিয়াছেন। পিপীলিকা, মৌমাছি, হুদহুদ ও ছুরাদ। – আবু দাউদ ও দারেমী
كتاب الصيد والذبائح
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ: النَّمْلَةِ وَالنَّحْلَةِ وَالْهُدْهُدُ وَالصُّرَدُ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ
হাদীসের ব্যাখ্যা:
পিপীলিকা অর্থ এখানে লম্বা লম্বা পাবিশিষ্টগুলি, ইহারা দংশন করে না। মৌমাছি দংশন করিলেও উহা দ্বারা মধু ও মোম পাওয়া যায়। কথিত আছে যে, হুদহুদের মাংস দুর্গন্ধময়। আর ছুরাদ এক প্রকারের পাখী, গায়ের অর্ধেক সাদা এবং অর্ধেক কালো, অন্যান্য পাখী ধরিয়া খায়। আরবের লোকেরা উহাকে অশুভ লক্ষণ বলিয়া ধারণা করে, হিন্দীতে উহাকে লটুয়া এবং আমাদের এলাকায় আঁড়ি কোকিল বলে। মাজমাউল বেহার গ্রন্থে উল্লেখ রহিয়াছে যে, এই ছুরাদ পাখী হযরত আদম (আঃ)-কে শ্রীলংকা হইতে জেদ্দা পর্যন্ত পথ দেখাইয়া আনিয়াছে। আর হুদহুদ পাখী ছিল হযরত সোলায়মান (আঃ)-এর দূত। তাই এইগুলিকে বধ করিতে নিষেধ করা হইয়াছে।