মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৪৫
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - অতিথি আপ্যায়ন প্রসঙ্গে
৪২৪৫। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম, আপনি আমাদিগকে কোথাও পাঠাইলে আমরা যদি এমন এক জনপদে গিয়া পৌঁছি, যাহারা আমাদের মেহমানদারী করিল না। এমতাবস্থায় (আমাদের করণীয় সম্পর্কে) আপনার অভিমত কি? তখন তিনি আমাদিগকে বলিলেনঃ যদি তোমরা কোন জনপদে অবতরণ কর, আর তাহারা তোমাদের জন্য মেহমানদারীর যথোপযুক্ত ব্যবস্থা করে, তবে উহা গ্রহণ কর, আর যদি তাহারা উহা না করে, তবে তাহাদের নিকট হইতে তাহাদের কর্তব্য পরিমাণ মেহমানের হক আদায় করিয়া লইবে। —মোত্তাঃ
كتاب الأطعمة
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّك تبعثنا فتنزل بِقَوْمٍ لَا يُقْرُونَنَا فَمَا تَرَى؟ فَقَالَ لَنَا: «إِنْ نَزَلْتُمْ بِقَوْمٍ فَأَمَرُوا لَكُمْ بِمَا يَنْبَغِي لِلضَّيْفِ فَاقْبَلُوا فَانْ لَمْ يَفْعَلُوا فَخُذُوا مِنْهُمْ حق الضَّيْف الَّذِي يَنْبَغِي لَهُم»
tahqiqতাহকীক:তাহকীক চলমান