মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৮২
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৮২। হযরত (ইমাম) যুহরী (রহঃ) ওরওয়া হইতে বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রাঃ) বলিয়াছেন, ঠাণ্ডা মিষ্টি পানি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে সর্বাধিক প্রিয় পানীয় ছিল। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, সহীহ্ ও নির্ভরযোগ্য কথা হইল, এই হাদীসটি নবী (ﷺ) হইতে যুহরী কর্তৃক মুরসাল হিসাবেই বর্ণিত হইয়াছে। অর্থাৎ, বর্ণনায় অন্য কোন সাহাবীর নাম উল্লেখ নাই।
كتاب الأطعمة
وَعَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ أَحَبُّ الشَّرَابِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحُلْوَ الْبَارِدَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: وَالصَّحِيحُ مَا رُوِيَ عَنِ الزُّهْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান