মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৮৭
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - নাক্বী‘ ও নাবীয সম্পর্কীয় বর্ণনা
৪২৮৭। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চামড়ার মশকে নাবীয প্রস্তুত করিতাম। উহার উপর হইতে শক্ত করিয়া বাঁধা হইত এবং নীচেও একটি মুখ ছিল। আমরা সকাল বেলায় যে নাবীয বানাইতাম, তিনি উহা বিকালে পান করিতেন এবং বিকালে যে নাবীয বানাইতাম, তিনি উহা সকালে পান করিতেন। —মুসলিম
كتاب الأطعمة
وَعَن عائشةَ قَالَتْ: كُنَّا نَنْبِذُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سِقَاءٍ يُوكَأُ أَعْلَاهُ وَلَهُ عَزْلَاءُ نَنْبِذُهُ غُدْوَةً فَيَشْرَبُهُ عِشَاءً وَنَنْبِذُهُ عِشَاءً فيشربُه غُدوةً. رَوَاهُ مُسلم