মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৮৯
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - নাক্বী‘ ও নাবীয সম্পর্কীয় বর্ণনা
৪২৮৯। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মশকে নাবীয প্রস্তুত করা হইত। যদি উহা সংগ্রহ না হইত, তখন পাথর নির্মিত পাত্রে নাবীয তৈয়ার করা হইত। —মুসলিম
كتاب الأطعمة
وَعَن جابرٍ قَالَ: كَانَ يُنْبَذُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سِقَائِهِ فَإِذَا لَمْ يَجِدُوا سِقَاءً يُنْبَذُ لَهُ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ. رَوَاهُ مُسلم