মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৯২
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - নাক্বী‘ ও নাবীয সম্পর্কীয় বর্ণনা
৪২৯২। হযরত আবু মালেক আশআরী (রাঃ) হইতে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছেন, নিশ্চয় আমার উম্মতের কিছু সংখ্যক লোক মদের নাম পরিবর্তন করিয়া উহা পান করিবে। –আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الأطعمة
الْفَصْل الثَّانِي
عَن أبي مَالك الْأَشْعَرِيّ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَيَشْرَبَنَّ نَاسٌ مِنْ أُمَّتِي الْخَمْرَ يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
হাদীসের ব্যাখ্যা:
আধুনিককালে নবী (ﷺ)-এর এই ভবিষ্যদ্বাণীর অবিকল প্রতিফলন হইতেছে। যেমন, মৃতসঞ্জীবনী সুধা ও সুরা, ব্রাণ্ডি, হুইস্কি, রেকটিফাইড স্প্রীট ইত্যাদি নামে হরদম বাজারে চালু রহিয়াছে এবং নির্দ্বিধায় পান করা হইতেছে। অথচ এইগুলির ৮০% মদ ও মদের উপাদান।