মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৭০
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ
৪৩৭০। হযরত ইকরামা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ)-কে এইভাবে ইযার পরিধান করিতে দেখিয়াছি যে, তিনি তাঁহার ইযারের সম্মুখের অংশ পায়ের পাতার উপর ঝুলাইয়া রাখিয়াছেন এবং পিছনের অংশ উপরে উঠাইয়া রাখিয়াছেন। আমি জিজ্ঞাসা করিলাম, আপনি এইভাবে ইযার পরিয়াছেন কেন? তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এইভাবে ইযার পরিধান করিতে দেখিয়াছি। –আবু দাউদ
كتاب اللباس
وَعَن عِكْرِمَة قَالَ: رأيتُ ابنَ عَبَّاس يَأْتَزِرُ فَيَضَعُ حَاشِيَةَ إِزَارِهِ مِنْ مُقَدَّمِهِ عَلَى ظَهْرِ قَدَمِهِ وَيَرْفَعُ مِنْ مُؤَخَّرِهِ قُلْتُ لِمَ تَأْتَزِرُ هَذِهِ الْإِزْرَةَ؟ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يأتزرها. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবত নবী (ﷺ) কখনো এইভাবে ইযার পরিয়াছিলেন। মূলত ইহা হুযুরের স্বাভাবিক অভ্যাস ছিল না।