মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৪৬
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪৬। হযরত উম্মে হানী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, (মক্কা বিজয়ের দিন) একবার রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের কাছে আসিলেন, এই সময় তাঁহার মাথায় চুলের চারিটি জুলফি ছিল। —আহমদ, আবু দাউদ, তিরমিযী ও ইবনে মাজাহ্
كتاب اللباس
وَعَن أم هَانِئ قَالَتْ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا بِمَكَّةَ قَدْمَةً وَلَهُ أَرْبَعُ غَدَائِرَ. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ