মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৬১
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৬১। নবী (ﷺ)-এর সাহাবীদের মধ্যে ইবনে হানযালিয়্যা নামী একজন হইতে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ খোরায়ম আসাদী লোকটি ভাল, তবে যদি তাহার মাথার চুল খুব লম্বা না হইত এবং পরনের লুঙ্গী না ঝুলাইত (টানা গিরার নীচ পর্যন্ত)। পরে খোরায়মের কাছে হুযূরের এই কথাগুলি পৌঁছিলে তিনি ছুরি লইয়া চুলকে দুই কানের লতি পর্যন্ত কাটিয়া ফেলিলেন এবং লুঙ্গীকে অর্ধ গোড়ালি পর্যন্ত উঠাইয়া নিলেন। –আবু দাউদ
كتاب اللباس
وَعَن ابنِ الحنظليَّةِ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نِعْمَ الرَّجُلُ خُرَيْمٌ الْأَسْدِيُّ لَوْلَا طُولُ جُمَّتِه وإسبال إزراه» فَبَلَغَ ذَلِكَ خُرَيْمًا فَأَخَذَ شَفْرَةً فَقَطَعَ بِهَا جمته إِلَى أُذُنَيْهِ وَرفع إزراه إِلَى أَنْصَاف سَاقيه. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান