মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৭০
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৭০। ইবনে আবু মুলায়কা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা হযরত আয়েশা (রাঃ)-কে বলা হইল, এক মহিলা (পুরুষদের ন্যায়) জুতা পরিধান করে। তখন হযরত আয়েশা (রাঃ) বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এমন সব মহিলাদের উপর লা'নত করিয়াছেন, যাহারা পুরুষদের বেশ ধারণ করে। –আবু দাউদ
كتاب اللباس
وَعَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ قَالَ: قِيلَ لِعَائِشَةَ: إِنَّ امْرَأَةً تَلْبَسُ النَّعْلَ قَالَتْ: لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلَةَ مِنَ النِّسَاء. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান