মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৫০২
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০২। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন জাহান্নাম হইতে এমন একটি ঘাড় বাহির হইবে যাহার থাকিবে দুইটি চক্ষু যাহারা দেখিবে এবং থাকিবে দুইটি কান যাহারা শুনিবে এবং কথা বলার জন্য থাকিবে রসনা। বলিবে, আমাকে তিন শ্রেণীর লোকের দায়িত্ব দেওয়া হইয়াছে (যাহাদিগকে জাহান্নামে টানিয়া আনিব)। (এক) প্রত্যেক উদ্ধত যালিম, (দুই) ঐ সকল লোক যাহারা আল্লাহর সহিত অন্যকে মা'বুদ হিসাবে ডাকে এবং (তিন) ছবি অংকনকারীদের জন্য। — তিরমিযী
كتاب اللباس
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَخْرُجُ عُنُقٌ مِنَ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ لَهَا عَيْنَانِ تُبْصِرَانِ وَأُذُنَانِ تَسْمَعَانِ وَلِسَانٌ يَنْطِقُ يَقُولُ: إِنِّي وُكِّلْتُ بِثَلَاثَةٍ: بِكُلِّ جَبَّارٍ عَنِيدٍ وَكُلِّ مَنْ دَعَا مَعَ اللَّهِ إِلَهًا آخر وبالمصوِّرين . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান