মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৫০৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০৫। হযরত আবু মুসা আশআরী (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি নারদ খেলিল, সে আল্লাহ্ ও তাঁহার রাসূলের নাফরমানী করিল। – আহমদ ও আবু দাউদ
كتاب اللباس
وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

নারদ প্রসিদ্ধ এক প্রকার গুটি খেলা। হিন্দীতে উহাকে চৌসার বলা হয়। ভারতের কোন কোন স্থানে বলা হয় পাঞ্জে চক্কা। দাবা খেলার মধ্যে ওলামাদের কিছুটা মতভেদ থাকিলেও নারদ খেলা হারাম হওয়ার মধ্যে কাহারো দ্বিমত নাই। কেননা, উহাতে সাধারণত জুয়া থাকে ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান