মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫১৪
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
চিকিৎসা ও মন্ত্র পর্ব:
প্রথম অনুচ্ছেদ
৪৫১৪। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আল্লাহ্ তা'আলা এমন কোন রোগ নাযিল করেন নাই, যাহার ঔষধ পয়দা করেন নাই। -বুখারী
كتاب الطب والرقى
كتاب الطِّبّ والرقى: الْفَصْلُ الْأَوَّلُ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَنْزَلَ اللَّهُ دَاء إِلا أنزل لَهُ دَوَاء» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

শরীর ও দেহের চিকিৎসাকে তিব্ বলে। কোন দেহ সুস্থ ও অসুস্থ নিরূপণকারীকে তাবীব বা চিকিৎসক বলা হয়। এই বিদ্যাটির সূচনা সম্পর্কে মতভেদ থাকিলেও অধিকাংশের অভিমত হইল, ইহার কিছু অংশ কোন কোন নবী ওহীর মাধ্যমে অবগত হইয়াছেন। অবশিষ্ট জ্ঞান যুগে যুগে মানুষ অভিজ্ঞতা ও গবেষণার মাধ্যমে অর্জন করিয়াছে এবং অদ্যাবধি করিতেছে। নবীয়ে পাক (ﷺ) বিশ্ব মানুষের জন্য দৈহিক ও আত্মিক চিকিৎসকরূপে প্রেরিত হইয়াছিলেন। তাই এই সম্পর্কে তিনি যেই জ্ঞান দান করিয়াছেন, আলোচ্য পর্বের হাদীসসমূহে উক্ত বিষয়ে আলোচনা করা হইবে। এ প্রসঙ্গে এই কথাটিও সুস্পষ্টভাবে প্রতিভাত হয় যে, আল্লাহ্ তা'আলা একদিকে যেমন রোগ সৃষ্টি করিয়াছেন, অপর দিকে উহার নিরাময়েরও ব্যবস্থা রাখিয়াছেন। কাজেই রোগের কারণে চিকিৎসকের শরণাপন্ন হওয়া কিংবা ঔষধ সেবন করা শরীআতের পরিপন্থী নহে।

এই হাদীসটির মুখ্য উদ্দেশ্য হইল, রোগাক্রান্ত ব্যক্তিকে সান্ত্বনা প্রদান করা এবং নিরাময়ের জন্য ঔষধ তালাশ করার প্রতি উৎসাহ দেওয়া। মূলত ইহা তাওয়াক্কুলের খেলাফ নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান