মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫১৬
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৫১৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: তিন জিনিসের মধ্যে রোগের নিরাময় রহিয়াছে, শিংগা লাগানো বা মধু পান করা অথবা তপ্ত লোহা দ্বারা দাগ দেওয়া। তবে আমি আমার উম্মতকে দাগ হইতে নিষেধ করিয়াছি। বুখারী
كتاب الطب والرقى
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:   الشِّفَاءُ فِي ثَلَاثٍ: فِي شَرْطَةِ مِحْجَمٍ أَوْ شَرْبَةِ عَسَلٍ أَوْ كَيَّةٍ بِنَارٍ وَأَنَا أَنْهَى أُمَّتِي عَنِ الْكَيِّ  . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
তৎকালীন লোকেরা বলিত, দাগানোই তো একমাত্র নিরাময়। যদি দাগানো না হয়, তবে রোগী মরিয়া যাইবে। বস্তুত তাহারা মনে করিত, ইহাতেই রোগ মুক্তি। আল্লাহর হুকুমের প্রতি আস্থা ছিল না। তাই দাগাইতে নিষেধ করা হইয়াছে।