মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫২৪
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৫২৪। হযরত উম্মে কায়স (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কেন তোমরা শিশু-সন্তানদের তালু দাবাইয়া এইভাবে কষ্ট দিতেছ? অবশ্যই তোমরা এই রোগের জন্য (অর্থাৎ, আল-জিহ্বা ফুলার জন্য) উদে হিন্দী ব্যবহার কর। কেননা, ইহাতে সাত রকম রোগের নিরাময় নিহিত আছে। তন্মধ্যে একটি হইল পাঁজরের ব্যথা। বাচ্চাদের আল-জিহ্বা ফুলার ব্যথা হইলে উহা ঘষিয়া পানির সাথে মিশ্রিত করিয়া ফোঁটা ফোঁটা নাকের ভিতরে দিবে। আর পাঁজরের ব্যথা হইলে মুখ দিয়া খাওয়াইতে হইবে। — মোত্তাঃ
كتاب الطب والرقى
وَعَن أُمِّ قَيْسٍ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «على مَ تَدْغَرْنَ أَوْلَادَكُنَّ بِهَذَا الْعِلَاقِ؟ عَلَيْكُنَّ بِهَذَا الْعُودِ الْهِنْدِيِّ فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ مِنْهَا ذَاتُ الْجَنْبِ يُسْعَطُ مِنَ الْعُذْرَةِ وَيُلَدُّ مِنْ ذَاتِ الْجنب»
হাদীসের ব্যাখ্যা:
ঊদে-হিন্দী বা ভারতীয় কাঠ। ইহা গিরি মল্লিকা ফুল গাছের কাঠ। ইউনানী শাস্ত্র মতে ইহার নাম কোস্ত হিন্দী অথবা কোস্ত শীরীন। আর আরবীতে উদ্ মানে কাঠ এবং হিন্দী মানে ভারতবর্ষীয়। এই কাঠ ভারতবর্ষে পাওয়া যাইত বিধায় আরবরা উহার এই নাম দিয়াছে।