মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫২৬
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৫২৬। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, কাহারো উপর বদ নজর লাগিলে, কোন বিষাক্ত প্রাণী দংশন করিলে এবং পাজরে খুজলি উঠিলে রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাসাল্লাম ঝাড়ফুঁক করিতে অনুমতি দিয়াছেন। —মুসলিম
كتاب الطب والرقى
الْفَصْلُ الْأَوَّلُ
وَعَن أنسٍ قَالَ: رَخَّصَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الرُّقْيَةِ مِنَ الْعَيْنِ وَالْحُمَّةِ وَالنَّمْلَةِ. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
প্রাক ইসলাম যুগে ঝাড়ফুঁকে কুফরী বাক্য-শব্দ মিশ্রিত থাকায় উহার ব্যবহার নিষিদ্ধ ছিল। পরে যখন উহা হইতে মন্তরকে নিষ্কলুষ করা হইয়াছে, তখন উহার ব্যবহারের অনুমতি দেওয়া হইয়াছে। এখানে النملة অর্থ পিড়ি-বাত, যাহা পিঁপড়ার মত খুব ছোট ছোট খুজলি আকারে জমাট বাঁধিয়া গায়ে উঠে।