মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৩০
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৫৩০। হযরত আওফ ইবনে মালেক আজায়ী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, জাহিলী যুগে আমরা মন্তর পড়িয়া ঝাড়ফুঁক করিতাম। সুতরাং (ইসলাম গ্রহণের পর) আমরা জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্ । এই সমস্ত মন্তর সম্পর্কে আপনার মতামত কি? তখন তিনি বলিলেন: আচ্ছা, তোমাদের মন্তরগুলি আমাকে পড়িয়া শুনাও। (তবে কথা হইল, মন্তর দিয়া ঝাড়ফুঁক করিতে কোন আপত্তি নাই, যদি উহার মধ্যে শেরেকী কিছু না থাকে। -মুসলিম
كتاب الطب والرقى
وَعَن عوفِ بن مَالك الْأَشْجَعِيّ قَالَ: كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي ذَلِكَ؟ فَقَالَ: «اعْرِضُوا عَلَيَّ رُقَاكُمْ لَا بَأْسَ بِالرُّقَى مَا لم يكن فِيهِ شرك» . رَوَاهُ مُسلم