মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৩৩
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৩৩। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা তোমাদের রোগীদিগকে পানাহারের জন্য জবরদস্তি করিও না। কেননা, আল্লাহ্ তা'আলা তাহাদিগকে খাওয়ান এবং পান করান। —তিরমিযী ও ইবনে মাজাহ্ । তিরমিযী বলিয়াছেন, হাদীসটি গরীব।
كتاب الطب والرقى
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُكْرِهُوا مَرْضَاكُمْ عَلَى الطَّعَامِ فَإِنَّ اللَّهَ يُطْعِمُهُمْ وَيَسْقِيهِمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

প্রকৃতপক্ষে কোন প্রাণীকে বাঁচান কিংবা মারেন আল্লাহ্ই। খানাপিনা হইল একটা বাহ্যিক উপকরণ মাত্র। সুতরাং কোন রোগী খানাপিনা না করিলে মরিয়া যাইবে এমন ধারণা করা অবান্তর। কেননা, সেই অবস্থায় তাহার স্বাস্থ্য রক্ষা করা ও যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গগুলি রাখা এবং তাহার মধ্যে পূর্ণ ধৈর্যধারণ করার শক্তি আল্লাহ্ই সৃষ্টি করেন। ইহাই হইল, রোগীকে আল্লাহ্ তা'আলা পানাহার করান।
tahqiqতাহকীক:তাহকীক চলমান