মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৩৫
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৩৫। হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে পাজরে ব্যথার চিকিৎসায় কোস্ত বাহুরী ও যয়তুনের তৈল ব্যবহারের নির্দেশ দিয়াছেন। —তিরমিযী
(কোস্ত বাহরী সম্পর্কে ৪৩২৩ নং হাদীস দ্রষ্টব্য।)
كتاب الطب والرقى
وَعَن زيد بن أَرقم قَالَ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَدَاوَى مِنْ ذَاتِ الْجَنْبِ بِالْقُسْطِ البحريِّ وَالزَّيْت. رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান