মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৪১
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৪১। নবী (ﷺ) -এর খাদেমা হযরত সালমা (রাঃ) হইতে বর্ণিত,  তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর শরীরে যখনই কোন আঘাত লাগিত অথবা জখম হইত, তখন তিনি আমাকে উক্ত স্থানে মেন্ধী লাগাইতে নির্দেশ দিতেন। —তিরমিযী
كتاب الطب والرقى
وعنها قَالَت: مَا كَانَ يَكُونَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُرْحَةٌ وَلَا نَكْبَةٌ إِلَّا أَمَرَنِي أَنْ أَضَعَ عَلَيْهَا الْحِنَّاء. رَوَاهُ التِّرْمِذِيّ