মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৪৫
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৪৫। হযরত আব্দুর রহমান ইবনে ওসমান (রাঃ) হইতে বর্ণিত, একদা এক চিকিৎসক নবী (ﷺ)কে জিজ্ঞাসা করিল, ব্যাঙ ঔষধের মধ্যে ব্যবহার করার হুকুম কি? তখন নবী (ﷺ) তাহাকে ব্যাঙ মারিতে (এবং ঔষধে ব্যবহার করিতে) নিষেধ করিলেন। –আবু দাউদ
كتاب الطب والرقى
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ: إِنَّ طَبِيبًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ضِفْدَعٍ يَجْعَلُهَا فِي دَوَاءٍ فَنَهَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِهَا. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

ব্যাঙ নাপাক এবং হারাম। আর হারাম জিনিস দ্বারা ঔষধ ব্যবহার করা নাজায়েয। অথবা মানুষের নিকট উহা ঘূর্ণিত অথবা উহার মধ্যে উপকার অপেক্ষা অপকার বেশী। তাই উহা ব্যবহার করিতে নিষেধ করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান