মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৪৯
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৪৯। হযরত কাবশা বিনতে আবু বাকরাহ্ (রাঃ) হইতে বর্ণিত, তাহার পিতা নিজের পরিবারস্থ লোকদিগকে মঙ্গলবারে শিংগা লাগাইতে নিষেধ করিতেন এবং তিনি বলিতেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মঙ্গলবার রক্ত চলাচলের দিন এবং সেই দিনের মধ্যে এমন একটি মুহূর্ত আছে, যাহাতে রক্ত (নির্গত হইলে উহা) বন্ধ হয় না। —আবু দাউদ
كتاب الطب والرقى
وَعَن كبشةَ بنت أبي بكرةَ: أَنَّ أَبَاهَا كَانَ يُنْهِي أَهْلَهُ عَنِ الْحِجَامَةِ يَوْمَ الثُّلَاثَاءِ وَيَزْعُمُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ يَوْمَ الثُّلَاثَاءِ يَوْمُ الدَّمِ وَفِيهِ سَاعَةٌ لَا يَرْقَأُ» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান