মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৫৩
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৫৩। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী (ﷺ)-কে নোশরাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হইল, উত্তরে তিনি বলিলেনঃ উহা তো শয়তানের কাজ। –আবু দাউদ
كتاب الطب والرقى
وَعَن جَابر قَالَ: سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النُّشْرَةِ فَقَالَ: «هُوَ مِنْ عَمَلِ الشَّيْطَانِ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

নোশরাহ এক প্রকারের মন্তর বিশেষ। জাহেলী যুগে কোন ব্যক্তি জ্বিন-পরী দ্বারা প্রভাবিত হইলে উক্ত বিশেষ মন্তর দ্বারা ঝাড়ফুঁক করা হইত এবং উহাকে স্বয়ং ক্রিয়াশীল বলিয়া লোকেরা আকীদা রাখিত। কিন্তু কোরআনের আয়াত, আল্লাহর নাম বা দো'আ কালাম দ্বারা ঝাড়ফুঁক করা মোস্তাহাব।
tahqiqতাহকীক:তাহকীক চলমান