মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৫৫
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৫৫। হযরত মুগীরা ইবনে শো'বা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি শরীর দাগায় অথবা ঝাড়ফুঁক করায়, সে (আল্লাহর উপর) তাওয়াক্কুল হইতে দূরে সরিয়া পড়িয়াছে। — আহমদ, তিরিমযী ও ইবনে মাজাহ্
كتاب الطب والرقى
وَعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ اكْتَوَى أَوِ اسْتَرْقَى فَقَدْ بَرِئَ مِنَ التَّوَكُّلِ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
রোগ মুক্তির জন্য যে কোন বৈধ পন্থায় চিকিৎসা গ্রহণ করা জায়েয; বরং মোস্তাহাব। তবে এই সকল ব্যবস্থার উপর ভরসা করিলে তাওয়াক্কুলের উচ্চ মর্যাদা হইতে বঞ্চিত হইয়া পড়িবে।