মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৬১
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৬১। হযরত শিফা বিনতে আব্দুল্লাহ্ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত হাফসা (রাঃ)-এর নিকট বসা ছিলাম, এমন সময় রাসূলুল্লাহ্ (ﷺ) তথায় প্রবেশ করিলেন এবং (আমাকে লক্ষ্য করিয়া) বলিলেনঃ তুমি যেভাবে হাফসাকে হস্তলিপি শিখাইয়াছ, অনুরূপভাবে তাহাকে নামলা রোগের মন্তর শিখাও না কেন ?
كتاب الطب والرقى
وَعَن الشَّفاءِ بنت عبد الله قَالَتْ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا عِنْدَ حَفْصَةَ فَقَالَ: «أَلَا تُعَلِّمِينَ هَذِهِ رُقْيَةَ النَّمْلَةِ كَمَا عَلَّمْتِيهَا الْكِتَابَةَ؟» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

النملة (নামলা) এক প্রকার চর্মরোগ, যাহা ফোস্কার মত প্রকাশ পায়, ইহাতে খুব জ্বালা-যন্ত্রণা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে পরিবর্তিত হইতে থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান