মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৬৭
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৪৫৬৭। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, কোন এক রাত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) নামায পড়িতেছিলেন, এই অবস্থায় তিনি যমীনে তাহার হাত রাখিতেই একটি বিচ্ছু তাঁহাকে দংশন করিল। তৎক্ষণাৎ রাসূলুল্লাহ্ (ﷺ) জুতা দ্বারা বিচ্ছুটিকে মারিয়া ফেলিলেন। অতঃপর নামায শেষ করিয়া বলিলেন, বিচ্ছুটির উপর আল্লাহর লা'নত হউক। সে নামাযী অনামাযী অথবা বলিয়াছেন, নবী কিংবা অন্য কাহাকেও ছাড়ে না। (বরং যেখানে যাহাকে সুযোগে পায় দংশন করিয়া বসে।) অতঃপর তিনি কিছু লবণ ও পানি চাহিয়া লইলেন এবং উহাকে একটি পাত্রে মিশাইলেন, অতঃপর অঙ্গুলীর দংশিত স্থানে পানি ঢালিতে এবং উক্ত স্থান মুছিতে লাগিলেন এবং মুয়াব্বাযাতাইন সূরা দুইটির দ্বারা ঝাড়িতে লাগিলেন। —বায়হাকী হাদীস দুইটি শোআবুল ঈমানে বর্ণনা করিয়াছেন।
كتاب الطب والرقى
وَعَن عَليّ قَالَ: بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ يُصَلِّي فَوَضَعَ يَدَهُ عَلَى الْأَرْضِ فَلَدَغَتْهُ عَقْرَبٌ فَنَاوَلَهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَعْلِهِ فَقَتَلَهَا فَلَمَّا انْصَرَفَ قَالَ: «لَعَنَ اللَّهُ الْعَقْرَبَ مَا تَدَعُ مُصَلِّيًا وَلَا غَيْرَهُ أَوْ نَبِيًّا وَغَيْرَهُ» ثُمَّ دَعَا بملحٍ وماءٍ فَجعله فِي إِناءٍ ثمَّ جَعَلَ يَصُبُّهُ عَلَى أُصْبُعِهِ حَيْثُ لَدَغَتْهُ وَيَمْسَحُهَا وَيُعَوِّذُهَا بِالْمُعَوِّذَتَيْنِ. رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ

হাদীসের ব্যাখ্যা:

বিষাক্ত প্রাণীকে দংশনের পরে এবং পূর্বে উভয় অবস্থায় মারিয়া ফেলা জায়েয আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান