মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৭২
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৪৫৭২। হযরত আবু কাবশা আনমারী (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বিষমিশ্রিত বকরীর গোশত খাওয়ার কারণে তিনি নিজের মাথার তালুতে শিংগা লাগান। (অত্র হাদীসের বর্ণনাকারী) মা'মার (রাঃ) বলেন, বিষের কোন প্রতিক্রিয়া না থাকা সত্ত্বেও আমি আমার মাথার তালুতে শিংগা লাগাইলাম। ফলে আমার স্মরণশক্তি লোপ পায়। এমন কি, নামাযের মধ্যে আমাকে সূরা ফাতেহা বলিয়া দিতে হইত। —রাযীন
كتاب الطب والرقى
وَعَن أبي كَبْشَة الْأَنْمَارِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ عَلَى هَامَتِهِ مِنَ الشَّاةِ الْمَسْمُومَةِ قَالَ مَعْمَرٌ: فَاحْتَجَمْتُ أَنَا مِنْ غَيْرِ سُمٍّ كَذَلِكَ فِي يَافُوخِي فَذَهَبَ حُسْنُ الْحِفْظِ عَنِّي حَتَّى كُنْتُ أُلَقَّنُ فَاتِحَةَ الْكِتَابِ فِي الصَّلَاةِ. رَوَاهُ رزين

হাদীসের ব্যাখ্যা:

খায়বার এলাকার এক ইহুদী মহিলা নবী (ﷺ)-কে সত্য নবী পরীক্ষার উদ্দেশ্যে বকরীর গোশতে বিষ মিশ্রিত করিয়া খাওয়ার জন্য পেশ করিল। হুযূর (ﷺ) খাদ্যগ্রাস মুখে লওয়ার সঙ্গে সঙ্গেই হযরত জিবরাঈল (আঃ) জানাইয়া দিলেন, ইহাতে বিষ আছে। তিনি তৎক্ষণাৎ মুখের গ্রাসটি ফেলিয়া দিলেন। তবুও মুখের লালার সহিত যেই পরিমাণ বিষ মিশ্রিত হইয়া দেহে প্রবেশ করিয়াছিল, উহার প্রতিক্রিয়ায় তিনি বিভিন্ন সময় অসুস্থতা বোধ করিতেন এবং শিংগা লাগাইতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৫৭২ | মুসলিম বাংলা