মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৭৫
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৪৫৭৫। আর অবশ্য রযীন অনুরূপ হাদীস আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণনা করেছেন।
كتاب الطب والرقى
الْفَصْلُ الثَّالِثُ
وروى رزين نَحوه عَن أبي هُرَيْرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান