মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৭৮
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৭৮। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন রোগে সংক্রামী কিছু নাই। পেঁচার মধ্যে কুলক্ষণের কিছুই নাই এবং সফর মাসেও অশুভ নাই। তখন এক বেদুইন বলিয়া উঠিল, ইয়া রাসুলাল্লাহ্! তাহা হইলে উটের এই দশা কেন হয় যে, উটের পাল ময়দানে হরিণের মত বিচরণ করে, এমতাবস্থায় তাহাদের সাথে চর্ম রোগাক্রান্ত একটি উট আসিয়া মিশিল এবং উহাদিগকেও চর্মরোগী বানাইয়া দিল। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: আচ্ছা তাহা হইলে প্রথম উটটির চর্মরোগ কোথা হইতে আসিল? -বুখারী,
كتاب الطب والرقى
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا عَدْوَى وَلَا هَامَةَ وَلَا صفر» . فَقَالَ أَعْرَابِي: يَا رَسُول فَمَا بَالُ الْإِبِلِ تَكُونُ فِي الرَّمْلِ لَكَأَنَّهَا الظباء فيخالها الْبَعِير الأجرب فيجر بِهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمن أعدى الأول» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
সফর মাস অশুভ—এই কথার কোন অস্তিত্ব নাই। জাহেলী যুগের লোকেরা ধারণা করিত, সফরের (চান্দ্র) মাস একটি অশুভ, তাই তাহারা নিজেদের ভ্রান্ত ধারণার ভিত্তিতে খেয়াল খুশী মতে মহররমকে সফর এবং সফরকে মহররম মাস বানাইয়া আগে পিছে করিয়া নিত। ইহার আরেকটি অর্থ হইল, পেটে বড় ক্রিমি জাতীয় সাপের মত এক রকম প্রাণী হইত, ফলে পেটে দারুণ যন্ত্রণা হইত। আরবদের ধারণায় ইহাও একটি সংক্রামক। সুতরাং নবী (ﷺ) বলিয়াছেন, ইহার মধ্যে ছোঁয়াচে বা সংক্রামক কিছুই নাই; বরং ইহা একটি কুসংস্কার ও ভ্রান্ত আকীদা।