মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৭৯
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৭৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ রোগে সংক্রামক হওয়া বলিতে কিছুই নাই। পেঁচার মধ্যে কুলক্ষণের কিছুই নাই। তারকার (উদয় বা অস্ত যাওয়ার দরুন বৃষ্টি হওয়া ভিত্তিহীন এবং সফর মাসে অশুভ নাই। মুসলিম
كتاب الطب والرقى
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا عَدْوَى وَلَا هَامَةَ وَلَا نَوْءَ وَلَا صفر» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

نوء (নাওউন), অর্থ, বিশেষ তারকার উদয় বা অস্ত যাওয়া, পরিভ্রমণের কক্ষপথ। আরবের লোকেরা ধারণা করিত, বিশেষ কোন তারকা উদিত হইলে বৃষ্টি হইবে এবং বৃষ্টি হওয়ার গ্যারেন্টি ঐ তারকার সাথেই সংযুক্ত। অথচ উহা একটি লক্ষণ মাত্র। অন্যথায় বৃষ্টি তো প্রকৃতপক্ষে আল্লাহর হুকুমেই বর্ধিত হয়। ইহাতে কোন গ্রহ বা উপগ্রহের প্রভাব নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান