মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৮১
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৮১। হযরত আমর ইবনে শারীদ (রাঃ) তাহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলেন, সকীফ দলের মধ্যে একজন কুষ্ঠরোগী ছিল। (সে বায়আতের উদ্দেশ্যে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিতে চাহিল, তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কাছে লোক পাঠাইয়া এই সংবাদ জানাইয়া দিলেন যে, আমি অবশ্যই তোমার বায়আত করিয়া লইয়াছি (এখানে আসিয়া আমার হাতে হাত রাখিয়া বায়আত করার প্রয়োজন নাই)। সুতরাং তুমি চলিয়া যাও। মুসলিম
كتاب الطب والرقى
وَعَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ عَنْ أَبِيهِ قَالَ: كَانَ فِي وَفْدِ ثَقِيفٍ رَجُلٌ مَجْذُومٌ فَأَرْسَلَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّا قد بايعناك فَارْجِع» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
এই কথা অনস্বীকার্য যে, প্রত্যেক বস্তুর একটা নিজস্ব গুণাগুণ বা ভালমন্দ প্রতিক্রিয়া আছে। কাজেই যদি সেই কুষ্ঠরোগী মজলিসে উপস্থিত হওয়ার দরুন অন্য কোন দুর্বল আকীদার ব্যক্তিকে তাহা পাইয়া বসিত, তখন তাহার আকীদা নষ্ট হওয়ার আশংকা ছিল। সুতরাং নবী (ﷺ)-এর পরিপূর্ণ তাওয়াক্কুল থাকা সত্ত্বেও অন্যান্যদের প্রতি সদাশয় নজর রাখিয়া তাহাকে মজলিসে উপস্থিত হইতে বারণ করিয়াছেন।