মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৮৫
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৮৫। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) এক জুযামীর (কুষ্ঠরোগীর) হাত ধরিয়া এবং তাহাকে নিজের খাদ্যপাত্রে খাওয়ার মধ্যে শরীক করিয়া লইলেন, অতঃপর বলিলেনঃ তুমি খাও আল্লাহ্ তা'আলার উপরে পূর্ণ ভরসা এবং তাঁহার উপর তাওয়াক্কুল সহকারে। —ইবনে মাজাহ্
كتاب الطب والرقى
وَعَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِ مَجْذُومٍ فَوَضَعَهَا مَعَهُ فِي الْقَصْعَةِ وَقَالَ: «كُلْ ثِقَةً بِاللَّهِ وَتَوَكُّلًا عَلَيْهِ» . رَوَاهُ ابْن مَاجَه