মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৯৫
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - জ্যোতিষীর গণনা
৪৫৯৫। হযরত হাফসা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি গণকের কাছে যায় এবং (তাহার কথা সত্য মনে পোষণ করিয়া) তাহাকে কোন কথা জিজ্ঞাসা করে, তাহার চল্লিশ দিনের নামায কবুল হয় না। মুসলিম
كتاب الطب والرقى
وَعَنْ حَفْصَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ لم تقبل صَلَاة أَرْبَعِينَ لَيْلَة» . رَوَاهُ مُسلم