মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৬০২
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - জ্যোতিষীর গণনা
৪৬০২। হযরত কাতাদাহ্ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্ তা'আলা এই সব নক্ষত্রগুলি তিন উদ্দেশ্যে সৃষ্টি করিয়াছেন। (এক) আকাশের শোভা বৃদ্ধির জন্য। (দুই) জ্বিন শয়তানদের বিতাড়িত করার জন্য এবং (তিন) পথভুলা পথিকের দিক নির্ণয়ের জন্য। আর যে কেহ এতদ্ব্যতীত অন্য কোন উদ্দেশ্য বর্ণনা করে, সে মারাত্মক ভুল করিল এবং নিজের ভাগ্য বরবাদ করিল। আর এমন অসাধ্য সাধনের পিছনে পড়িল, যে বিষয়ে তাহার কোন জ্ঞান নাই । —বুখারী, ইমাম বুখারী তা'লীক, অর্থাৎ, সনদবিহীন অবস্থায় হাদীসটি বর্ণনা করিয়াছেন।
আর ইমাম রাযীন বর্ণনা করিয়াছেন, সে এমন একটি কাজের পিছনে কষ্ট করিল যাহা তাহার কোন উপকারে আসিবে না এবং সেই বিষয়ে তাহার সামান্যটুকুও জ্ঞান নাই। আর যাহার তথ্য জানিতে আল্লাহর নবীগণ ও ফিরিশতাকুল অক্ষম রহিয়াছেন।
كتاب الطب والرقى
وَعَن قتادةَ قَالَ: خلقَ اللَّهُ تَعَالَى هَذِه النجومَ لثلاثٍ جَعَلَهَا زِينَةً لِلسَّمَاءِ وَرُجُومًا لِلشَّيَاطِينِ وَعَلَامَاتٍ يُهْتَدَى بهَا فَمن تأوَّلَ فِيهَا بِغَيْرِ ذَلِكَ أَخَطَأَ وَأَضَاعَ نَصِيبَهُ وَتَكَلَّفَ مَالا يَعْلَمُ. رَوَاهُ الْبُخَارِيُّ تَعْلِيقًا وَفِي رِوَايَةِ رَزِينٍ: «تكلّف مَالا يعنيه ومالا عِلْمَ لَهُ بِهِ وَمَا عَجَزَ عَنْ عِلْمِهِ الْأَنْبِيَاء وَالْمَلَائِكَة»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৬০২ | মুসলিম বাংলা