মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৫- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪৬০৭
- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৬০৭। ইমাম মালেক হযরত আতা ইবনে ইয়াসার হইতে আরো বর্ধিত বর্ণনা করিয়াছেন, ঐ ভাল স্বপ্নটি কোন মুসলমান নিজের জন্য দেখিয়া থাকে অথবা অন্য কেহ তাহার জন্য দেখে।
كتاب الرؤيا
وَزَادَ مَالِكٌ بِرِوَايَةِ عَطَاءِ بْنِ يَسَارٍ: «يَرَاهَا الرجل الْمُسلم أَو ترى لَهُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৬০৭ | মুসলিম বাংলা