মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৫- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪৬২৩
- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৬২৩। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)কে ওয়ারাকা সম্পর্কে জিজ্ঞাসা করা হইল। (অর্থাৎ, তিনি মুসলমান ছিলেন কিনা।) হযরত খাদীজা (রাঃ) তো নবী (ﷺ)-এর সম্মুখে বলিয়াছিলেন, ওয়ারাকা তো আপনাকে সত্যবাদী বলিয়া স্বীকার করিয়াছিলেন। কিন্তু আপনার নবুওত প্রকাশের পূর্বেই তিনি মৃত্যু বরণ করিয়াছেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ ওয়ারাকাকে স্বপ্নে আমাকে দেখানো হইয়াছে, তাহার গায়ে সাদা কাপড় রহিয়াছে। যদি সে জাহান্নামী হইত তাহা হইলে তাহার গায়ে অন্য ধরনের কাপড় হইত। — আমদ ও তিরমিযী
كتاب الرؤيا
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَن وَرَقَةَ. فَقَالَتْ لَهُ خَدِيجَةُ: إِنَّهُ كَانَ قَدْ صَدَّقَكَ وَلَكِنْ مَاتَ قَبْلَ أَنْ تَظْهَرَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُرِيتُهُ فِي الْمَنَامِ وَعَلَيْهِ ثِيَابٌ بِيضٌ وَلَوْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ لَكَانَ عَلَيْهِ لِبَاسٌ غَيْرُ ذَلِك» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
ওয়ারাকা ইবনে নওফল ইবনে আসাদ ইবনে আবদুল উযযা ছিলেন হযরত খাদীজা (রাঃ)-এর চাচাত ভাই। তিনি জাহেলিয়াতের যুগে ঈসায়ী ধর্মের অনুসারী ছিলেন। আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন। মূর্তিপূজা করাকে ঘৃণার চক্ষে দেখিতেন। বুখারী শরীফের শুরুতে উল্লেখ আছে যে, তিনি হুযুরের নবুওতের সংবাদ পাওয়ার পর তাঁহার প্রতি নিজের দৃঢ় বিশ্বাস প্রকাশ করিয়াছেন।