মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৩০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - সালাম
৪৬৩০। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক। যথা— যখন সে রোগে আক্রান্ত হয় তখন তাহার সেবা-শুশ্রুষা করিবে। সে মৃত্যুবরণ করিলে তাহার জানাযা ও দাফন-কাফনে উপস্থিত থাকিবে। দাওয়াত করিলে উহা গ্রহণ করিবে। সাক্ষাৎ হইলে তাহাকে সালাম করিবে। হাঁচি দিলে (يرحمك الله বলিয়া) উহার জওয়াব দিবে এবং উপস্থিত বা অনুপস্থিত উভয় অবস্থায় তাহার জন্য কল্যাণ কামনা করিবে। গ্রন্থকার বলেন, আমি অত্র হাদীসটি বুখারী ও মুসলিমের মধ্যে পাই নাই, এমনকি ইমাম হুমাইদীর কিতাবেও পাই নাই । অবশ্য জামেউল উসুলের গ্রন্থকার হাদীসটিকে ইমাম নাসায়ীর বরাত দিয়া বর্ণনা করিয়াছেন।
كتاب الآداب
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لِلْمُؤْمِنِ عَلَى الْمُؤْمِنِ سِتُّ خِصَالٍ: يَعُودُهُ إِذَا مَرِضَ وَيَشْهَدُهُ إِذَا مَاتَ وَيُجِيبُهُ إِذَا دَعَاهُ وَيُسَلِّمُ عَلَيْهِ إِذَا لَقِيَهُ وَيُشَمِّتُهُ إِذَا عَطَسَ وَيَنْصَحُ لَهُ إِذَا غَابَ أَوْ شَهِدَ «لَمْ أَجِدْهُ» فِي الصَّحِيحَيْنِ «وَلَا فِي كِتَابِ الْحُمَيْدِيِّ وَلَكِنْ
ذَكَرَهُ صَاحِبُ» الْجَامِع بِرِوَايَة النَّسَائِيّ
ذَكَرَهُ صَاحِبُ» الْجَامِع بِرِوَايَة النَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসে ছয়টি বিষয়ের কথা বলা হইলেও কোন কোন হাদীসে পাঁচটি আবার কোন হাদীসে ছয়টির অধিক আচরণের কথা উল্লেখ রহিয়াছে। প্রকৃত ব্যাপার হইল, সংখ্যার তারতম্যের দরুন হাদীসের মধ্যে পরস্পর বিরোধ সাব্যস্ত হয় না। কেননা, স্থান-পাত্র বিশেষে সংখ্যায় কম-বেশী হইয়া থাকে।