মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৫৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাম
৪৬৫৭। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ কোন পত্র লিখে, সে যেন উহাতে কিছু মাটি ছিটাইয়া দেয়। ইহা উদ্দেশ্য হাসিল হওয়ার ব্যাপারে বিশেষভাবে সহায়ক। —তিরমিযী। এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি মুনকার।
كتاب الآداب
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذا كتب أحدكُم كتابا فليتر بِهِ فَإِنَّهُ أَنْجَحُ لِلْحَاجَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيث مُنكر
হাদীসের ব্যাখ্যা:
ইহাতে বিনয় এবং আল্লাহর উপর ভরসা প্রকাশ পায়। তাই রাসূলুল্লাহ্ (ﷺ) ইহা শিক্ষা দিয়াছেন।