মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৭৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৭৪। হযরত আ’তা ইবনে ইয়াসার (রাঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিল, আমি কি আমার মায়ের কাছে যাইতে অনুমতি চাহিব ? তিনি বলিলেনঃ হ্যাঁ। সে বলিল, আমি তো তাঁহার সঙ্গে একই ঘরে বাস করি। তখন হুযূর (ﷺ) বলিলেনঃ অনুমতি লইয়াই তাহার কাছে যাইবে। সে বলিল, আমি যে তাঁহার খাদেম। এইবারও হুযূর (ﷺ) বলিলেনঃ অনুমতি লইয়াই তাহার কাছে যাইবে। তুমি কি ইহা পছন্দ করিবে যে, তুমি তাহাকে উলঙ্গ দেখিতে পাও ? সে বলিল, না। তখন তিনি বলিলেনঃ কাজেই অনুমতি লইয়াই তাহার কাছে যাইবে। —মালেক মুরসাল হিসাবে
كتاب الآداب
الْفَصْل الثَّالِث
عَنْ عَطَاءٍ أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَسْتَأْذِنُ عَلَى أُمِّي؟ فَقَالَ: «نَعَمْ» فَقَالَ الرَّجُلُ: إِنِّي مَعَهَا فِي الْبَيْتِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَأْذِنْ عَلَيْهَا» فَقَالَ الرَّجُلُ: إِنِّي خَادِمُهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَأْذِنْ عَلَيْهَا أَتُحِبُّ أَنْ تَرَاهَا عُرْيَانَةً؟» قَالَ: لَا. قَالَ: «فَاسْتَأْذِنْ عَلَيْهَا» . رَوَاهُ مَالِكٌ مُرسلاً

হাদীসের ব্যাখ্যা:

বিশেষ করিয়া রাত্রে ও দ্বিপ্রহরে অনুমতি লইয়াই যাইতে হইবে। কেননা, এই সময় সাধারণতঃ সতর ঢাকা না থাকার সম্ভাবনা রহিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান